মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ : স্বামীর পর মারা গেলেন দগ্ধ স্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তারের (৩২) মৃত্যু হয়েছে। এর আগে তার স্বামী মো: আব্দুল খলিলের মৃত্যু হয়।
আজ শনিবার ভোরের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এই ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকি পাঁচজন হলেন আব্দুল্লাহ (১৩), মো: (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের পল্লবী থেকে সাতজন দগ্ধ হয়ে এসেছিল। তাদের মধ্যে আব্দুল খলিলের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রুমা আক্তার নামের আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রুমার শরীরে ২০ শতাংশ দগ্ধ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
নিহতের ভাই আব্দুল হালিম জানান, গত রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ আমার বোন মারা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা