৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
৩ ঘণ্টা পর রাস্তা ছাড়ল শ্রমিকরা

আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরী পোশাককারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার সকাল ৮টা থেকে আশুলিয়ার শ্রীপুরস্থ শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার প্রায় সহশ্রাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় তিন ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেয়।

বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, বাৎসরিক ছুটির টাকা ও সাতজন কর্মকর্তার অপসারণ দাবি জানিয়ে দুই মাস ধরে দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে তালবাহানা করতে থাকে। পরে গত বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে দু’জন কর্মকর্তাকে অপসারণ করেন এবং শ্রমিকদের দাবিকৃত টাকার মধ্য থেকে নামমাত্র টাকা দিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে থাকে। বাকি টাকা শনিবার দিবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

ওই কারখানার সুইং অপারেটর তানিয়া আক্তার তৃষা, নুর ইসালামসহ আরো অনেক শ্রমিক জানায়, কারখানাটিতে প্রায় ১৩ শ’ শ্রমিক কাজ করে। তাদের কারো পাঁচ বছর, কারো সাত বছর আবার কারো আরো অনেক বেশি দিনের ছুটির টাকা পাওনা রয়েছে। এসব পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করেন তারা। আন্দোলনের কারণে কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সম্পূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের পরিবর্তে আংশিক প্রদান করে বাকি টাকা বকেয়া রাখা হয়। তিন বছরের ছুটির টাকা জমা হলে এক বছরের টাকা পরিশোধ করে এবং দুই বছরের টাকা বকেয়া রাখা হয়।

গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা পরিশোধের কথা বললেও পরে দেখা যায় শ্রমিকরা আংশিক টাকা পেয়েছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে কর্মবিরতি পালন করে।

পরবর্তীতে মালিকপক্ষ কোনো ঘোষণা ছাড়াই আজ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তাই বাধ্য হয়েই সড়কে নেমেছি।

এদিকে, শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেনি শ্রমিকরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার এইচ আর অ্যাডমিন মো: জামাল জানান, শ্রমিকদের সকল পাওনাধি আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে, এখন ঝামেলা নেই, মিটে গেছে।

কারখানা আজ কেন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এমন প্রশ্ন করতেই ফোনটি কেটে দেন এই কর্মকর্তা।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির টাকাসহ বিভিন্ন দাবি জানিয়ে গত বৃহস্পতিবারও আন্দোলন করে শ্রমিকরা। ওই দিন নিকোজিয়েশন হয়নি। শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।


আরো সংবাদ



premium cement
‘কন্টেম্পোরারি বাংলা কয়্যার’ নামে নতুন স্যাম্পল প্যাক প্রকাশ পেয়েছে স্প্লাইস-এ গাজায় ইসরাইলি গণহত্যাকে হোলোকাস্টের সাথে তুলনা করল অক্সফোর্ড ইউনিয়ন বিয়ানীবাজারে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল, সম্পাদক বিপ্লব আশুলিয়ায় হত্যা মামলায় গ্রেফতার ২ ‘জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন’ ‘উগ্রবাদী সংগঠন ইসকন ইসলামের শত্রু’ শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান ফিলিস্তিনের মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ : স্বামীর পর মারা গেলেন দগ্ধ স্ত্রী

সকল