পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বাউবি ভিসি
- শেখ আজিজুল হক, গাজীপুর মহানগর
- ২৯ নভেম্বর ২০২৪, ২১:৪৫
শিক্ষার গুণগত মান বজায় রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা ২০২২ -এর কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন ভিসি।
বাউবি জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় অবস্থিত শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সলিমুল্লাহ ডিগ্রি কলেজ, ইস্পাহানী সরকারি কলেজগুলোর পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন বাউবি ভিসি।
এ সময় নকলের দায়ে ২৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন ভিসি।
বিএ/বিএসএস প্রোগ্রামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাগুলো দেশব্যাপী ২৮৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে ভিসির সাথে ছিলেন তার একান্ত সচিব (যুগ্ম-পরিচালক) মো: নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা