তরুণ প্রজন্ম হাসিনাকে পরাজিত করেছে : মাহমুদুর রহমান
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২৯ নভেম্বর ২০২৪, ১৯:২৪
তরুণ প্রজন্ম হাসিনাকে পরাজিত করেছে মন্তব্য করে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘আগামীর বাংলাদেশ ও স্বাধীনতা তরুণদের হাতে নিরাপদ। শাকীল, আহনাফদের রক্তের বিনিময়ে ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এ দেশ রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ৪র্থ মিডিয়া অলিম্পিয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সভাপতিত্ব করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান।
মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমাদেরকে স্বাধীনতার পক্ষে থাকতে হবে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মো: ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।
বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মিডিয়া অল্পিয়াড উপলক্ষে বিভিন্ন ফেস্টুন, ব্যানার, পতাকা ও আলপনায় সাজানো হয় ক্যাম্পাস এলাকা। এবারের মিডিয়া অল্পিয়াডে অংশ নিতে সারাদেশ থেকে দু’হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাই করে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। গ্রান্ড ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগিদের নগদ অর্থ, স্মারক ও সনদসহ দশ লাখ টাকার পুরস্কার দেয়া হয়।
এ সময় স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেনের উপস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এএমডি আবু রেজা ইয়াহিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ওবায়দুল্লা তারেক, হামিম জাবির, আল আমিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা