মানুষের হাতে ছিল হ্যান্ডকাফ, পায়ে ডান্ডাবেড়ি : মাওলানা দেলওয়ার
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৯ নভেম্বর ২০২৪, ১৯:১০, আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১৬:০৭
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে ‘মানুষের হাতে ছিল হ্যান্ডকাফ, পায়ে ডান্ডাবেড়ি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন। তিনি বলেন, মানুষের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার পর মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা প্রশাসন আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলওয়ার হোসাইন বলেন, ‘ হাসিনার আমলে মানুষকে আয়না ঘরে রাখা হতো। ধরে নিয়ে হত্যা করা হতো। সেই সময় যারা বুকের তাজা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে তাদের কাছে আমরা ঋণী। সেই ঋণ আমাদের পরিশোধ করতে হবে।’
তিনি বলেন, ‘২৪-এর আন্দোলনে রক্ত ও জীবন দিয়ে শহীদ আফিকুল ইসলাম যে ভূমিকা রেখে গেছেন তা শুধু সাটুরিয়ার নয়, বাংলাদেশের গর্ব।’
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মদের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন দড়গ্রাম ভিকু মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক মোল্লা, সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, শহিদ আফিকুল ইসলাম সাদের বাবা মো: শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা আমির আবু সাঈদ, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, মাওলানা আলতাফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, দড়গ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর ইসলাম বাবুল, সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা