‘সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবে বাকৃবি শিক্ষার্থীরা’
- বাকৃবি প্রতিনিধি
- ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবে শিক্ষার্থীরা মন্তব্য করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘মূল সনদপত্র তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরি ও অন্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে মূল সনদপত্র পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা চাই কোনোভাবেই যেন শিক্ষার্থীদের সময় অপচয় না হয়। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদপত্র পেতে আর সমাবর্তনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না শিক্ষার্থীদের।’
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বৈঠকে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এত দিন মূল সনদপত্র তোলার জন্য দীর্ঘ প্রক্রিয়া এবং সমাবর্তনের অপেক্ষা শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। ফলাফল প্রকাশের পরও সনদপত্র না পাওয়ায় চাকরি বা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেত শিক্ষার্থীদের।’
শিক্ষার্থীরা জানায়, ‘সময়মতো সনদপত্র পাওয়ার ফলে চাকরি বা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া সহজ হবে। অনেক শিক্ষার্থী আগে মূল সনদপত্রের অভাবে বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বা সরকারি চাকরির আবেদন জমা দিতে বিড়ম্বনায় পড়তে হতো। এখন এসব বিষয় সহজ হয়ে যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা