২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি - ছবি : নয়া দিগন্ত

আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেছেন, এ রাজনৈতিক সঙ্কট আধিপত্যবাদীদের সৃষ্টি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের ঘটনায় চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দু’পক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে যুদ্ধবিগ্রহ সৃষ্টি করে দেয়া হচ্ছে। এটিও আধিপত্যবাদীদের সৃষ্টি। আমরা আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তত রাখতে চাই।’

তিনি বলেন, ‘২৪-এর আন্দোলনে দু’ হাজারের মতো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রের সমস্ত শক্তি আন্দোলনে ব্যবহার করা হয়েছে। আমাদের স্বপ্ন হলো আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

তিনি আরো বলেন, ‘১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন, তারা জাতির উন্নয়নে খুব একটা ভূমিকা রাখেননি। জাতি পিছিয়ে রয়েছে সেটা নিয়ে তারা কাজ করেননি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবীব মাসুদ, লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ, শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি প্রমুখ।


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ

সকল