২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক - ছবি : নয়া দিগন্ত

ইসকন সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য ষড়যন্ত্র চালাচ্ছে ইসকন সমর্থকরা। ইসকনের এ উস্কানিতে কেউ পা দেবেন না। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় আগুনের মিথ্যা অজুহাতে দু’ সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার হলে চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে এভাবে উগ্রবাদীদের হাতে প্রাণ দিতে হতো না।’

ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি। তবুও সরকার সজাগ হয়নি। তাই এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করা হোক। যদি আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজই ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি আরো বলেন, ‘দেশে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে শিরগির নির্বাচন দিতে হবে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন।’

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা শাহ আকরাম আলী, উপদেষ্টা হেলালুদ্দীন ও উপদেষ্টা আবুল হুসাইন।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মুফতি শারাফত হোসাইন, মাওলানা আতাউল্লাহ আমীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গ সংগঠনের নেতারা।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল