২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ

আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ করা হয়।

এর আগে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে ইসকন সংগঠকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্বর ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর হয়ে পুনরায় আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসকনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো: তোতা মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা বিএনপির নেতা ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সুমন সরদার, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট ফারুক আহমেদ, জেলা জাতীয়তাবাদী দলের নেতা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট সোহেল হোসেন ও অ্যাডভোকেট মারুফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নূর হোসেন বেপারী, অ্যাডভোকেট হালিম বেপারী, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, অ্যাডভোকেট তানজিল হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে নিহত আইনজীবীর পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে হারল সাকিবের দল বাংলা টাইগার্স কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি

সকল