২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশুলিয়ায় ৩৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

আশুলিয়ায় ৩৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা - ছবি : নয়া দিগন্ত

আশুলিয়ায় টানা ৩৩ ঘণ্টা পর বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে পাওনা পরিশোধের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানায়, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে ‍যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দু’টির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি।

তারা আরো জানায়, মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জড়ো হন দু’কারখানা শ্রমিকরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে রাতে ৯টার দিকে সড়ক ছেড়ে দিয়ে ডিইপিজেডের পুরাতন অংশের মূল ফটকের সামনে সারারাত অবস্থান করে।

এদিকে বেলা ১১টার দিকে সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধিরা বেপজা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। পরে ওই বৈঠকের সিদ্ধান্ত বাহিরে এসে মাইকে ঘোষণা করে। এ সময় বলা হয়, আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের ফরম বিতরণ করা হবে এবং অল্প সময়ের মধ্যে পাওনা পরিশোধ করা হবে। তাই শ্রমিকদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন বন্ধের অনুরোধ করা হয়। কিন্তু শ্রমিকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখে এবং পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।

পরে আবারো শ্রমিকদের প্রতিনিধি দল বেপজা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৈঠক হয়। বিকেল ৪টার দিকে আগামী তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, দীর্ঘ আলোচনা শে‌ষে দু’পক্ষ সম‌ঝোতায় পৌঁছেছেন। এ সময় শ্রমিকরা অব‌রোধ প্রত‌্যাহার করেছে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে তিন মাসের সময় নেয়া হয়েছে। এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের কাছ থেকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কারখানা বিক্রি হলেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল