২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’

মানিকগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

ইসকন ভারতের দালাল ও আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেছেন সাইফুল হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। তারা বলেন, ইসকন সদস্যরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদেরকে সর্তক থাকতে হবে। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্ট করা যাবে না। ইসকন একটি সন্ত্রাসী দল। তারা হলো ভারতের দালাল আর আওয়ামী লীগের দোসর।’

তারা বলেন, ‘ইসকন সদস্যরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে হিন্দুদের পুঁজি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিশৃঙ্খলার অংশ হিসেবে তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তাই তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জনগণ একসাথে সকল যড়ষন্ত্র মোকাবেলা করে এ দেশকে রক্ষা করবে ইনশাল্লাহ। তারা এসব করছে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতায় আনার জন্যে। তাদের এ আশা কোনো দিনও পূরণ হবে না।’

সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো: আজাদ হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহার, সিনিয়র আাইনজীবী মো: জসিম উদ্দিন, নারী ও নির্যাতন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মছুদুর রহমান মাসুদ, সিনিয়র আইনজীবী মহিউদ্দিন স্বপন, সুভাষ রাজবংশী, অ্যাডভোকেট বজলুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল