২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা ও তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।

বুধবার জোহর নামাজ শেষে জবির কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা আদায় করেন তারা। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, আদিকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। কিন্তু ভারত সরকার সন্ত্রাসী সংগঠন ইসকনকে ব্যবহার করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘বাংলার জমিনে হিন্দু মুসলিমের লোকেরা সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রেখে বসবাস করছে। কিছু স্বৈরাচারের দোসরা সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে সম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সচেতন আছি। তারা কোনোভাবে সেটা পারবে না।’

জাস্টিস ফর জুলাই জবির মুখপাত্র মঈন আন মুবাশ্বির বলেন, ‘আমরা সাইফুল ভাইয়ের শাহাদাতের তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানাই‌।’

ইংরেজি বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পালালেও তারা বসে নেই। তারা প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী সংগঠন ইসকন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে।’


আরো সংবাদ



premium cement
লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে’ সরিষাবাড়ীতে আগুন লেগে অর্ধ কোটি টাকার ক্ষতি ড. মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা হাইকোর্টে বাতিল

সকল