২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

- ছবি : নয়া দিগন্ত

বকেয়া পাওনাধি আদায়ের দাবিতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ২৪ ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছে ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা। ২৪ ঘণ্টা পাড় হলেও মহাসড়ক ছাড়েনি তারা। তবে সব রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার সকালেও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, চার বছর আগে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড)-এর লেনী ফ্যাশন লি: এবং লেনী অ্যাপারেলস লিমিটেড কারখানা করোনার দোহাই দিয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকদের বেতন ও পাওনা বুঝিয়ে না দিয়েই কারখানা লে-আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত চার বছর পাড় হলেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের আগামী ৩০ তারিখ শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধের দিন ধার্য করে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কিন্তু এ সংক্রান্ত কোনো চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেয়া হয়নি।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ থাকায় এ মহাসড়কটি দিয়ে চলাচলরতরা পড়েছেন বিড়ম্বনায়। মহাসড়কের উভয় পাশে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টার দিকে বেপজার নির্বাহী পরিচালক প্রধান ফটকের সামনে এসে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সকল পাওনাধি আগামী দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। কিন্তু শ্রমিকরা তার কথা প্রত্যাখ্যান করে মহাসড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। এছাড়া পুলিশ ও আনসারদের সাথে রাতে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল