২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার দায়িত্ব নিলেন ইউএনও

আয়েশা বেগমের দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত আয়েশা বেগমের (৭৬) দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ঘরের ব্যবস্থা ও নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

ইউএনও মাহবুবুর রহমান বলেন, ‘সরকারিভাবে আয়েশা বেগমের প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হবে। তিনি সুস্থ হওয়ার তাকে দোকান করে দেয়া বা অন্য যেকোনো ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, বেসরকারি উদ্যোগে অস্ত্রোপচারের মাধ্যমে ১১০ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশা বেগমের বাম পা থেকে গুলি বের করা হয়েছে। ওই নারী তিন মাস ধরে পায়ে বুলেট নিয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন।

উল্লেখ্য, আয়েশা বেগমের বাড়ি চাঁদপুরে। তার স্বামী মরহুম লতিফ সরদার। স্বামী ও সন্তান কেউ না থাকায় তিনি মুন্সিগঞ্জ শহরে এসে ভিক্ষাবৃত্তি করেন।


আরো সংবাদ



premium cement