২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা - ছবি : নয়া দিগন্ত

চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকীকরণ এলাকা (ডিইপিজেড)-এর লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে ডিইপিজেডের সামনের নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। এতে ওই মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে ২০২০ সালে লেনী ফ্যাশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা লে-আউট ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের ৩০ তারিখ শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধের দিন ধার্য করে বেপজা কর্তৃপক্ষ। কিন্তু এ সংক্রান্ত কোনো চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

শাহিদা পারভীন সুমি নামের লেনি ফ্যাশন ইউনিট ওয়ানের এক নারী শ্রমিক জানান, তিনি ওই কারখানায় সুয়্যিং হাইস্কেল অপারেটর পদে ১৭ বছর চাকরি করেছেন। ২০২০ সালে এক দিনের বন্ধ দিয়ে পাওনাধি পরিশোধ না করে কারখানা লে আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু চারটি বছর পার হয়ে গেছে এখনো পাওনাধি পরিশোধ করেননি। চারটি ইউনিটের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ৬৬ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দু’টি ইউনিট বিক্রি করে দিয়ে ৮৪ কোটি টাকা নিয়ে গেলেও শ্রমিকদের কোনো পাওনা দেয়া হয়নি। অবিলম্বে তাদের পাওনাধি বেপজা কর্তৃপক্ষকে পরিশোধের দাবি জানান।

হাসেম মোল্লা, রিনা, আখিসহ আরো বেশ কয়েকজন শ্রমিক জানান, পাওনাধি পরিশোধের জন্য বারবার তারিখ পরিবর্তন করে। তবে নভেম্বর মাসের ৩০ তারিখ সকল পাওনাধি দেয়ার তারিখ দেন বেপজা থেকে। কিন্তু এ সংক্রান্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে সকল পাওনা পরিশোধ করে দেয়ার দাবি জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল