কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২৪, ২৩:৩৮
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড হওয়া এ বি আহাদ (৮২) নামে এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। এ কয়েদি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পান।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আবু সিদ্দিক বলেন, ‘এ বি আহাদ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা