২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ - ছবি : সংগৃহীত

এক লাখ থেকে এক কোটি টাকা সুদমুক্ত ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের কয়েক শ’ নারী-পুরুষকে ঢাকার শাহবাগে নেয়ার অভিযোগে দবির উদ্দিন, তার স্ত্রী চামেলি বেগম, হাসিনা বেগম, জহুরা ও দেলোয়ার হোসেন নামে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনা জানাজানি হবার পর দবিরের মানিকগঞ্জের পশ্চিম দাশড়ার বাড়িতে ভুক্তভোগীসহ স্থানীয়রা ঘেরাও করে। পরের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার (২৫ নভেম্বর) সকালে মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ ও সিংগাইরের এলাকা থেকে ঢাকার উদ্দেশে সাত থেকে আটটি বাস ছেড়ে যায়। মো: দবির উদ্দিন ও তার স্ত্রী চামেলি বেগম সাধারণ মানুষদের সুদমুক্ত ঋণ দেয়ার নাম করে ঢাকায় নিয়ে যান। দবিরের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়ার জরিনা কলেজ মোড় এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগীরা দুপুর ২টার দিকে প্রতারক দবিরকে ঘেরাও করে আটকে রাখে এবং তাদের কাছ থেকে নেয়া টাকা ফেরত চায়। পরিবেশ উত্তপ্ত হলে পুলিশ প্রতারক দবির, হাসিনা, চামেলিকে আটক করে। একই অভিযোগে সিংগাইর উপজেলার গেরাদিয়া এলাকা থেকে জোহরা বেগম ও দেলোয়ার হোসেন নামের আরো দু’জনকে আটক করে পুলিশ।

ভুক্তভোগীরা জানান, ঢাকায় আজকে ড. ইউনূসের একটা সমাবেশ আছে এ কথা বলে আমাদের ঢাকায় নিয়ে আসেন। সমাবেশ শেষে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে নিরীহ সাধারণ মানুষকে সুদমুক্ত এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এই বিষয়টা দবির আমাদের জানালে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে এসে দিয়ে যাই। এ সময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেয়া হয়। আজ সকালে জরিনা কলেজ থেকে ছয়টি বাসে আনুমানিক চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশে রওনা হই। দবির এলাকার লোক, দবিরকে আমরা আগে থেকেই চিনি এর জন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়েছি। দবির তার নিজ মার্কেটের তৃতীয় তলায় অফিস নিয়ে আরো বেশ কয়েক দিন ধরেই এই লোকদের সংগ্রহ করছেন। ভুক্তভোগীসহ স্থানীয়রা এই প্রতারকদের শাস্তির দাবি জানিয়েছেন।

তবে দবির উদ্দিন জানান, একই এলাকার হাসিনা বেগম ও তার স্ত্রী চামেলি বেগম মূলত এই লোকদের সংগ্রহ করেছে এবং তাদের আজকে টিকিট হাতে দিয়ে বাস ভাড়া করে ঢাকায় নিয়ে গেছেন। সাথে আমিও ছিলাম।

আর হাসিনা জানান, পাশের গেরাদিয়া এলাকার অন্য এক নারী তাকে ঢাকায় নেয়ার জন্য লোক সংগ্রহ করতে বলেছেন। তবে এজন্য ওই নারী তাকে কোনো আর্থিক সুবিধা অথবা অন্য কোনো সুবিধা দেননি বলে দাবি করেন। তবে ঢাকায় বাসে পরিবহনের খরচ হিসেবে সবার কাছ থেকে ২৫০ টাকা করা নেয়া হয়েছে বলে স্বীকার করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান স্বপন ও সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়ার জরিনা কলেজ মোড় থেকে দবির উদ্দিন, তার স্ত্রী চামেলি বেগম ও হাসিনা বেগম ও সিঙ্গাইর উপজেলার গেরাদিয়া এলাকা থেকে জোহরা বেগম ও দেলোয়ার হোসেন নামে আরো দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল