বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক
- বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৪২
নারায়ণগঞ্জের বন্দরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে স্থানীয়দের সহায়তায় প্রায় ১৫ থেকে ১৬টি বাস আটক করেছে পুলিশ।
সোমবার সকালে বন্দরের দড়ি সোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইস্পাহানি ও কুড়িপাড়া এলাকা থেকে বাসগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অহিংস গণঅভ্যূথান বাংলাদেশ’ নামের একটি সংগঠন কর্মসূচি আহ্বান করে। তাতে অংশগ্রহণের জন্য সংগঠনের কর্মীরা বন্দরের বিভিন্ন এলাকায় জড়ো হয়। তারা বাসে ঢাকা যাওয়ার চেষ্টা করে। লোকজন জড়ো হতে দেখে স্থানীয়রা বাসগুলো আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ বাসগুলো আটক করে নেতাকর্মীদের বাড়ি ফিরিয়ে দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা