২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক

সন্দেহভাজন রিকশাচালক আরজু - নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যাটারিচালিত-অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় আরজু নামের সন্দেহভাজন এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে। এর আগে রোববার রাত ১২টার দিকে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর (মঙ্গলবার) দুর্ঘটনা কবলিত রিকশায় আবু হায়াত ও নাহিদ নামের দু’জন যাত্রী ছিলেন এবং ওই সময় একজন পথচারী হেঁটে যাচ্ছিলেন। এদের মধ্যে নাহিদ জাবিতে নির্মাণাধীন লাইব্রেরি ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজের অপারেটর। অপরজন আবু হায়াত ও পথচারী নাঈম সমাজবিজ্ঞান এক্সটেনশন ভবনের নির্মাণশ্রমিক। তারা তিনজন দুর্ঘটনা কবলিত রিকশাটি শনাক্ত করেন এবং রোববার দুপুরে চালক আরজুকে আটক করেন। ইতোমধ্যে রিকশার সিট পরিবর্তন করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় হেডলাইট ভেঙে গেলেও তা মেরামত করা হয়নি। গাড়ির নিচের দিকেও নতুন রঙ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘বিভিন্ন সূত্র ধরে আরজুকে আহতাবস্থায় খুঁজে পাই, তার বাম হাতে খুব ব্যথা ছিল। এছাড়া তার গলার পাশেও আঘাতের চিহ্ন। যদিও সে বলেছে যে ওই ব্যাথা তার ১৫ দিন আগের। পরবর্তীতে চিকিৎসককে দেখানো হলে খুব সম্প্রতি ব্যথা বলে নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনের দুর্ঘটনা থেকেই সে আঘাত পেয়েছে বলে আমাদের ধারণা।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশাচালক আরজু বলেন, ‘আমি রিকশা চালাই না। গত ১৫ দিন আগে থেকে আমার হাতে প্রচণ্ড ব্যথা। রিকশার ব্যাটারি একটু খারাপ ছিল দেখে কম দামে বিক্রি করে দিয়েছি। আমি ওই দিন জাহাঙ্গীরনগরে ছিলামই না।’

তবে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই অলক কুমার দে জানান, তিনি (রিকশাচালক) ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তার ব্যবহৃত মোবাইলটির লোকেশন সেখানে পাওয়া গেছে। শুধু সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলেন, দিনের বাকি সময় ছিলেন ক্যাম্পাসের বাইরে। ঘটনার পর তিনি রিকশাটি বিক্রির চেষ্টা করলে সন্দেহ হয়। তার কথাবার্তা অসংলগ্ন। মূলত রিকশাটি যাত্রীরাই শনাক্ত করেন এবং সেই ভিত্তিতে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাবির নতুন কলা ভবনের সামনে রিকশার ধাক্কায় আহত হন জাবির মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি। এরপর এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল