২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি

হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি - ছবি : নয়া দিগন্ত

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদের বিরুদ্ধে চক্রান্তমূলক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন হেফাজতের নেতারা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হেফাজতে ইসলামের ঢাকা জেলা (উত্তর) শাখার পক্ষে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজর রহমানসহ সাতজন নেতার সাক্ষরে এ স্মারকলিপি দেয়া হয়।

এ সময় তদন্ত কমিটি গঠন করে আইনিব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, ‘এর আগে হাফেজ মাওলানা নূর মোহাম্মদের মানহানি এবং সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য চিহ্নিত একটি মহলের চক্রান্তে গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ করা হয়। ওই ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসনের মাধ্যমে হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানি করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতী আমিনুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মুফতী সুলতান মাহমুদসহ অন্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, হেফাজতের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার মডেল থানা ও আদাবর থানায় দু’টি মামলা করা হয়। এসব মামলায় গত কয়েকদিন আগে তার ট্রাভেল প্রতিষ্ঠানে গ্রেফতার করতে এলে নেতা-কর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেফতার না করে ফিরে যায়।


আরো সংবাদ



premium cement