২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কারখানা খুলে দেয়ার দাবিতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

শ্রমিকদের সড়ক অবরোধ - ছবি - ইন্টারনেট

গাজীপুরে বন্ধ ঘোষণা করা একটি কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

রোববার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এই সড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

কারখানার শ্রমিকরা জানান, শনিবার সন্ধ্যায় তারা কারখানায় কাজ করে বাড়ি ফিরে গেছেন। রোববার সকাল ৮টার দিকে কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে লে অফ ঘোষণা করার চিঠি দেখতে পান। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা অতি দ্রুত কারখানাটি খুলে দেয়ার দাবি জানান।

লে অফ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষের নোটিশে লেখা রয়েছে, এতদ্বারা অমিতি সোয়েটার্স লি., ২০৯, ছয়দানা, হাজীরপুকুর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজা, গাজীপুর এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে আগামী ২৪/১১/২০২৪ থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকিবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে সপ্তাহের প্রথম কর্ম দিবস হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে যায়। সেখানে তারা মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে লে অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement
‘আওয়ামী লীগ উন্নয়নের দোহাই দিয়ে দুর্নীতি করেছে’ নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত ভারত-চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশের : পররাষ্ট্র উপদেষ্টা ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ ভালুকা সরকারি হাসপাতাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন করে ভাবতে হবে : আমীর খসরু পেশাজীবীদের নৈতিকতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান এ টি এম আজম খানের বড় পরিবর্তন নিয়ে ৪৭তম বিসিএসের আবেদন শুরু রোববার মিত্রদের শীতের পিঠা বিতরণ করছে বিএনপি গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস : নজরুল ইসলাম ম্যান সিটি ছাড়ছেন না গার্দিওলা

সকল