সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৩ নভেম্বর ২০২৪, ২১:১২
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি তেলের পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দু’টি দল।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কৃষ্টপুর বাসস্ট্যান্ডের কাছের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ মিনি তেলের পাম্পে এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, আগুনে পাম্পে মজুদ থাকা তেল এবং পাশের একটি ফার্মে সাড়ে চার হাজার ব্রয়লার মুরগির বাচ্চাসহ দু’টি ঘর পুড়ে গেছে।
এ ঘটনায় মেসার্স রাকিব এন্টারপ্রাইজ মিনি তেলের পাম্পের মালিকের ভাতিজা আতাউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে তেল ভরার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।’