২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া গতির ঝাঁকুনিতে মাথায় রডে আঘাত লেগে রুবি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবি বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ির উদ্দেশে ভুলতা থেকে অটোরিকশা করে বিশনন্দী যাচ্ছিলেন। অটোরিকশাচালক হেলাল উদ্দিন শুরুতেই বেপরোয়া গতিতে চালালে তিনি তাকে বারবার সর্তকতার সহিত আরো কম গতিতে চালালোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথায় কর্ণপাত না করে গতি আরো বাড়িয়ে দেন। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চালক সজোরে থামানো চেষ্টা করেন। এতে অটোরিকশার রডে আঘাত লেগে রুবি বেগমের মাথায় গুরুতম জখম হয়। এ সময় তার মাথা থেকে রক্ষক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিএনজিচালিত অটোচালক হেলাল উদ্দিনকে (৩০) আটক করে। তারা যান চলাচল বন্ধ করে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় লোকজন চালক হেলাল উদ্দিনকে পুলিশে সোপর্দ করে।

এদিকে স্থানীয়রা জানায়, ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী প্রায় সকল সিএনজিচালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। বেপোরেয়া গতিতে সিএনজি চালিয়ে প্রতিনিয়ত যাত্রীদের জানমালের ক্ষতিসাধন করছে। কম গতিতে কিংবা ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলে চালকরা যাত্রীদের শারীরিক ও মানসিক আঘাত করতেও দ্বিধা করেন না। উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম দুই দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াত আমিরের

সকল