২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পানিতে ডুবে মোহাম্মদ তাহসিন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে মোহাম্মদ তাহসিন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তাহসিন মিয়া ওই গ্রামের নুরুল হুদার ছেলে।

জানা যায়, শিশু তাহসিন প্রতিবেশীর বাড়িতে সকালে জলপাই কুড়াতে যায়। সেখান থেকে এসে জলপাই পরিষ্কার করার জন্য বাড়ির পাশের পুকুরে নিয়ে যায়। শিশুটির মা সুমা আক্তার অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরে ছেলের লাশ দেখতে পান। শনিবার দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

এ ব্যাপারে কটিয়াদী থানায় কোনো মামলা করা হয়নি।


আরো সংবাদ



premium cement