২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন করে জাতীয় ঐক্যের মধ্যদিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিগত ১৭ বছরে জুলুম-নির্যাতন, খুন-গুম, সন্ত্রাস-হত্যা, লুটপাট করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে এদেশের ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা পালাবার চার দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, পরে আওয়ামী লীগই নিষিদ্ধ হয়েছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা পালিয়ে যেখানে যাবার কথা ঠিক সেখানেই গিয়েছে, তবে তিনি থেমে নেই। একের পর এক যড়যন্ত্র করেই যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই সংস্কার করে শিরগিরই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

জেলা জামায়তের আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল প্রধান অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ও ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

কর্মী সন্মেলনে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, তরবিয়ত সেক্রেটারি মাওলানার ওমর ফারুক, গাজীপুর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের, জেলা শিবিরের সভাপতি মো: বাবুল হোসেন, সিংগাইর উপজেলা আমির আ: মান্নান, শিবালয় উপজেলা আমির হাফেজ হাতেম আলী, সাটুরিয়া উপজেলা আমির আবু সাঈদ, সদর উপজেলা আমির মো: ফজলুল হক, ঘিওর উপজেলা আমির মো: জহিরন উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’

সকল