দোহারে যুবকের লাশ উদ্ধার
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ২৩ নভেম্বর ২০২৪, ১৪:২১
ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকা থেকে মো: শহিদ (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শহিদ শেখ করম আলীর ছেলে।
জানা যায়, শহিদ লটাখোলা নতুন বাজার এলাকায় গত দু’বছর ধরে ভাড়া দোকানে ব্যাটারিচালিত-রিকসা ও ভ্যান চার্জ দেয়ার ব্যবসা করে আসছিলেন। রাতেও দোকানে ঘুমান তিনি। শনিবার সকালে শহিদের দোকানের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করে স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় তারা।
স্থানীয় অলটাইম বেকারির ডিলার মো: শাহাদাত হোসেন জানান, ‘এই দোকান থেকে আমার চারটি ব্যাটারিচালিত-রিকসা চার্জ দিতাম। কিন্তু দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর চারটি ব্যাটারি নিয়ে গেছে। হত্যার রহস্য এখনো উদঘাটন হয়নি।’
এ ব্যাপারে দোহার থানার সেকেন্ড অফিসার রাকিবুল জানান, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা এই ঘটনা ঘটাতে পারে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা