২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে - ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানায় পুলিশ।

নারাণয়গঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮-এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো: মুরসালিন আলমের (২২) বাবা মো: শাহ আলম আদালতে মামলা করার জন্য আবেদন করেন।

আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা।

এ দিকে, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

মামলার সূত্রে জানা যায়, ‘শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (৬০), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), জাহাঙ্গীর কবির নানক (৬০), মাহবুবুর রহমান হানিফ (৬০), শামীম ওসমান (৫৫), নজরুল ইসলাম বাবু (৫২), সেলিম ওসমান (৬০), শাহ নিজাম (৫২), আজমেরী ওসমান ((৫০), অয়ন ওসমান (৪০), সাবেক গোয়েন্দা প্রধান হারুনসহ (৫০) ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো দেড়শতাধিক থেকে দু’ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

মামলার সূত্রে আরো জানা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিলেন মুরসালিন আলম। এ সময় গুলি মুরসালিনের কোমরে এবং দু’ পায়ে বিদ্ধ হয় এবং জখম হন তিনি। একটি গুলি মাংসপেশির একপাশে লেগে অন্যপাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়। এ সময় আরো ১০ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল