২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণহত্যার দায়ে আ.লীগের বিচার করতে হবে : অ্যাডভোকেট জয়নাল আবেদীন

- ছবি : সংগৃহীত

‘গণহত্যার দায়ে আগে আওয়ামী লীগের কঠোর বিচার করতে হবে তারপর তাদের নেতাকর্মীদের বিষদাত ভেঙে দিতে হবে। রাজনৈতিক দল ব্যান্ড করে দিলে সব সমস্যার সমাধান হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের ১৫ দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু তারা সফল হয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে আশুলিয়ার শ্রীপুরে এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন বলেন, ‘আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে বিচার করতে হবে। তাদের বিচারের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না তা দেশের মানুষ ঠিক করবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা গোকরা সাপ তাদের এমনভাবে নির্মূল করতে হবে আর যেনো দেশের মানুষকে কামড়াতে না পারে।’

এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, দফতর সম্পাদক রাজীব খাঁন ও সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement