০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

ফতুল্লায় ১৯ জুয়াড়ি গ্রেফতার

ফতুল্লায় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মাসদাইর এলাকা থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাসদাইর এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, এ সময় জুয়া খেলার চার বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন ফতুল্লা মডেল থানার মাসদাইর এলাকার মো: কামরুল মণ্ডল (৪০), মো: মোতালেব (২৮), মো: রফিক (৩৬), মো: এনামুল (৩৮), মো: রোমান (৪০), মো: হারুন (৩৮), মো: তানজিল (২৫), মো: আজিম আলী (৩৭), মো: আশরাফুল (৩৬), মো: রাজু (২৮), মো: আরিফ (৩২), মো: মামুন (৩৫), আমিনুল ইসলাম (৩০), মো: তানিম (২৮), মো: আলাল (৪৫), কবির হোসেন (৫০), মো: শাজাহান (৩৬), মো: আতাউর (৫৫) ও শান্ত (১৯)।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জুয়া খেলা অবস্থায় টাকা ও সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement