নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
- রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
- ২১ নভেম্বর ২০২৪, ২০:৫৩
নরসিংদী রায়পুরায় পারিবারিক কলহের জেরে আল আমিন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রায়পুরা পৌরসভার রামনগর এলাকার ভাড়া বাসা থেকে ঘরের জানালার গ্রিল কেটে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আল আমিন উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ‘দুপুর ১২টার দিকে আত্মহত্যার বিষয়টি জানতে পারে রায়পুরা থানা পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলায় ওড়না প্যাঁচানো সিলিং ফ্যানে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয়।’
মৃত আল আমিনের বাবা মন্টু মিয়া বলেন, ‘এক বছর আগে আমার ছেলে নরসিংদীর টাউয়াদী এলাকার মিজানের মেয়ে রিয়া মনিকে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে রায়পুরা পৌর এলাকার রামনগর হাটিতে একটি ভাড়া বাসায় থাকত। যেকোনো মানসিক চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
মৃতের মা সালেহা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অনুমান করছি, তিনি নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি পরিষ্কার হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা