২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ছাত্রদল’

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে নাসির উদ্দীন - ছবি : নয়া দিগন্ত

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদল জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। তিনি বলেন, কোনো নেতাকর্মী সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, ‘গত সাড়ে তিন মাসে ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। শুধু বহিষ্কার করেই ছাত্রদল থেমে থাকেনি। তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সাথে দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, গোলাম মোস্তফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো: শাহিনুর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি টোকন মণ্ডল, সাধারণ সম্পাদক মো: রুবেল মণ্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে কলেজ প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন নাসির উদ্দীন।


আরো সংবাদ



premium cement