ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২১ নভেম্বর ২০২৪, ১৬:৫০
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাককারখানার শ্রমিকরা এ অবরোধ করে।
শ্রমিকরা জানায়, ‘বুধবার রাতে শ্রমিক পরিবহনকারী বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এর মধ্যে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, যাতায়াতের জন্য পরিবহনব্যবস্থা করা ও কারখানা এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার দাবি জানান তারা। এ সময় কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ায় ও পুলিশের সহযোগিতায় শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে যান।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ২০ জন।’
উল্লেখ্য, গত বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে শ্রমিক পরিবহনকারী বাস ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো ২০ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা