০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

সিদ্ধিরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি আমতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

মো: শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ী এলাকার মো: কুদ্দুছের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

জানা গেছে, বুধবার রাতে ছিনতাইকারীরা শাকিলকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে। পরে পুলিশ হাজীগঞ্জ আইটি স্কুল এলাকা থেকে অটোরিকশা উদ্ধার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সেখানে যাই। গিয়ে দেখি, গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে।’

এদিকে, পুলিশের সহয়তায় লাশ উদ্ধার পূর্বক সিআইডি ও পিবিআই-এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করার পর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।


আরো সংবাদ



premium cement