০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

বাউবি ১ লাখ বেকার যুবকের দক্ষতাবৃদ্ধিতে কাজ করবে

বাউবি আয়োজিত সভায় বক্তারা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক লাখ বেকার যুবকের দক্ষতাবৃদ্ধিতে কাজ করবে। যারা শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মরত নেই তাদের এসএসসি (ভোকেশনাল) প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার বিষয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিশ্বব্যাংক, যুবউন্নয়ন অধিদফতর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিনিধিদের নিয়ে বাউবির ভিসি অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ভিসির ঢাকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিলরওশন জিন্নাত আরা নাজনীন, প্রকল্প পরিচালক কাজী মোখলেসুর রহমান, বিশ্বব্যাংকের আর্ন প্রজেক্ট কনসালটেন্ট রওনাকজাহান, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ মামুন মিয়া, বাউবির রেজিস্ট্রার ড. মো: শফিকুল আলম, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, আইকিউ এসিএর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে এক লাখ যুবককে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে ১ জানুয়ারি ২০২৫ থেকে শিক্ষাকার্যক্রম বাস্তবায়নে আগামী ৪ ডিসেম্বরে বাউবি ও যুবউন্নয়ন অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement