বাউবি ১ লাখ বেকার যুবকের দক্ষতাবৃদ্ধিতে কাজ করবে
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২০ নভেম্বর ২০২৪, ২১:০৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক লাখ বেকার যুবকের দক্ষতাবৃদ্ধিতে কাজ করবে। যারা শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মরত নেই তাদের এসএসসি (ভোকেশনাল) প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার বিষয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিশ্বব্যাংক, যুবউন্নয়ন অধিদফতর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিনিধিদের নিয়ে বাউবির ভিসি অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ভিসির ঢাকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিলরওশন জিন্নাত আরা নাজনীন, প্রকল্প পরিচালক কাজী মোখলেসুর রহমান, বিশ্বব্যাংকের আর্ন প্রজেক্ট কনসালটেন্ট রওনাকজাহান, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ মামুন মিয়া, বাউবির রেজিস্ট্রার ড. মো: শফিকুল আলম, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, আইকিউ এসিএর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে এক লাখ যুবককে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে ১ জানুয়ারি ২০২৫ থেকে শিক্ষাকার্যক্রম বাস্তবায়নে আগামী ৪ ডিসেম্বরে বাউবি ও যুবউন্নয়ন অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা