২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল

গাজীপুরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে ঝাঁড়ু ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায়র দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী, গাজীপুর শহরসহ বিভিন্ন স্থানে ঝাঁড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

জানা গেছে, গাজীপুর মহানগর বিএনপির কার্যালয় থেকে সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভাওয়াল রাজবাড়ী আদালতের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট নাছির উদ্দিন, চৌধুরী কামরুল ইসলাম, হাজী শেখ লিটন, শাহাদাত হোসেন, শাহিনুল ইসলাম, রাশেদ আলম রয়েল, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া টঙ্গীতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা একই দাবিতে ঝাঁড়ু মিছিল বের করেন।

উল্লেখ্য, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালায়। এ সময় কিরণকে আটক করা হয়। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়। বুধবার তাকে গাজীপুরে আনার কথা রয়েছে বলে জানা গেছে।

শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করার চুক্তি করেছিলেন কিরণ।

বিনা পাসপোর্টে ভারতে যাওয়াসংক্রান্ত আইনে কিরণের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় অসংখ্য মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগ রয়েছে। গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারে তার নাম রয়েছে বলেও জানা গেছে।


আরো সংবাদ



premium cement
উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে : ধর্ম উপদেষ্টা গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত সাফজয়ী মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কপ-২৯ সম্মেলনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে ১০ ডিসেম্বর : আইন উপদেষ্টা ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশী সিলেটে ডিবির হাতে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ আটক ৪ ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ, ৩৬ শিক্ষার্থী হাসপাতালে শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

সকল