সাভারে মোবাইলে ভিডিও ধারণ করে শিশুর অত্মহত্যা
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২০ নভেম্বর ২০২৪, ১৯:০৪
সাভারের পৌর এলাকায় মোবাইলে ভিডিও ধারণ করে তানহা (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে সবুজবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত তানহা পাবনা জেলার সুজানগর থানার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘তানহার বাবা হোসেন আলী তার সৎ মাকে নিয়ে সুনামগঞ্জ থাকেন। তানহার মা তানিয়া দু’সন্তান নিয়ে সাভারের সবুজবাগ মহল্লায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি বিরুলিয়া রোডের একটি গামের্ন্টসে চাকরি করেন। মঙ্গলবার রাতে ওই শিশুকে তার মা শাসন করে। পরে তানহা অভিমান করে আড়াই বছরের ছোট ভাইয়ের সামনে মোবাইলে ভিডি ধারণ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
সাভার মডেল থানার এসআই মুতাসিন বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘শিশু তানহার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতো না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা