১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো: ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ঢাকা-মাওয়া-ভাঙ্গা সড়কের হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফরহাদ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া সড়কে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement