আবারো বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৪, ১৩:৩৬
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারো অবস্থান নিয়েছেন বেক্সিমকোর পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের চক্রবর্তী মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। এ কারণে যানবাহনগুলো বিকল্প পথে চলতে বাধ্য হচ্ছে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, ‘বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভে অংশ নেয়া এক শ্রমিক বলেন, কথা ছিল তাদের সাথে নিয়েই অক্টোবর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হবে। কিন্তু কর্তৃপক্ষ সে কথা রাখেনি।
শ্রমিকদের ভাষ্য, বেতন বাকি থাকায় তারা বাড়ি ভাড়া, দোকানের বকেয়া পরিশোধ করতে পারছেন না।
শিল্প পুলিশের দেয়া তথ্য অনুসারে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী কাজ করনে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা