২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক ছাত্রনেতা, শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিশনে

- ছবি : সংগৃহীত

সাবেক ছাত্রনেতা, শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে শতাধিক গুরুতর অভিযোগ তদন্ত কমিশনে এসেছে বলে জানা গেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত সাড়ে পনেরো বছরে শিক্ষার্থীদের ওপর হওয়া জুলুম, অন্যায় ও নির্যাতনের বিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিশন গঠন করে। এর মাধ্যমে প্রথম ধাপের অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে শিক্ষার্থীদের থেকে শুধুমাত্র অভিযোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অভিযোগ বাক্স খোলা হলে সেখানে বিগত ছাত্রনেতা, শিক্ষক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) তদন্ত কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার অভিযোগ বাক্স হাতে আসার বিষয়টি জানিয়েছেন। অভিযোগ দেয়ার সময় ১০ নভেম্বর পর্যন্ত হলেও পরে সেটি বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়। তবে শিক্ষার্থীরা চাইলে এখনো অভিযোগ দিতে পারবে বলে জানান তিনি।

জানা গেছে, অভিযোগপত্রে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, ইভটিজিং, গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়ার সুযোগ ছিলো। ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে বাকৃবির নির্যাতিত শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ নেয়া শুরু করেছিল তদন্ত কমিশন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণ, অথবা অভিযোগপত্রের ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ করে প্রশাসন ভবন, ছাত্রবিষয়ক বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছিলো। তদন্ত কমিশন শিক্ষার্থীদের পরিচয় এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছিল।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, তদন্ত কমিশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পাবে বলেও মনে করেন তারা।


আরো সংবাদ



premium cement