১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

- ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ২৫০টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জত হোসেন।

কর্তৃপক্ষ জানায়, গত ১ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী অঞ্চল নগর ডৌকাদী ডৌকাদী, মোল্লার চর, মৌলভি বাজার, পাঠানারকান্দী ও বিবির কান্দী অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় যেসব অবৈধ গ্যাস সংযোগ ছিল তা বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে মাধবদী পৌরসভার মেডাতলা, বিলপাড়, আলগীতে একাধিকবার সংযোগ বিছিন্ন করা হলেও কিছুদিন পর তা পুনরায় চালু হয়েছিল। তবে এবার স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছে। ফলে প্রতিমাসে অন্তত ২ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে, যা গত ১ যুগ ধরে প্রতিমাসে লোকসান ছিল বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস সুবিধা পাওয়ার পাশাপাশি এবং উৎপাদনশীলতায় গতি বাড়বে বলে মনে করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানকালে নরসিংদী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement