১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

আমাদের লড়াই এখনো শেষ হয়নি : মোনায়েম মুন্না

ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় বক্তব্য রাখছেন মুন্না - ছবি : নয়া দিগন্ত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না একথা বলেন। সারাদেশে জেলা ও মহানগরভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মোনায়েম মুন্না বলেন, এখনো দেশনেত্রী খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা মামলা প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে তাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মোনায়েম মুন্না বলেন, বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে তাদের ধরতেন, সেভাবে কেনো আওয়ামী লীগের নেতাদের ধরছেন না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গুণ্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না।

তিনি বলেন, এই ফরিদপুরে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের জন্ম। এই ফরিদপুরে শেখ পরিবারের যেসব রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, লিটন চৌধুরীই বলেন আর নিক্সন চৌধুরী, তারা সকলেই অহংকারী।

সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগ প্রমুখ।

বক্তারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় জেলা ও মহানগরসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন কমিটির শীর্ষ নেতারা যোগ দেন।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সাইফুল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, মুইদুল ইসলাম কাকন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি ইউসুফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, জাহিদুল ইসলাম, আদনান খান, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইয়্যেদা সুমাইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম রোমান, হাবিবুর রশীদ রিমু, মাইদুল ইসলাম স্মরণ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল