১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরকারি প্যানেলে আওয়ামী আইনজীবীদের নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

সরকারি প্যানেলে আওয়ামী আইনজীবীদের নিয়োগের প্রতিবাদে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কোর্ট চত্বরে বার লাইব্রেরির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

বক্তারা বলেন, ফরিদপুরে নতুন করে যাদের সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাদের বেশিরভাগই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর। তারা বিগত দিনে স্বৈরাচার হাসিনার অনুগত হয়ে বিএনপিসহ বিরোধী দলের ওপর নানা অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তারা আওয়ামী অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম, অ্যাডভোকেট মামুন উর রশিদ, অ্যাডভোকেট মেহেরুন নেসা স্বপ্ন, অ্যাডভোকেট হেমায়েত হোসেন, অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ।

জানা গেছে, গত ১৪ নভেম্বর আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো: মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে ফরিদপুর জেলার জেলা ও দায়রা জজ আদালতের অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা হিসেবে ৬৩ জনকে নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়। এরমধ্যে ১১ জন বিগত আওয়ামী লীগ আমলে সুবিধাপ্রাপ্ত এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষভুক্ত হয়ে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা বলেন, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্তদের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ সঠিক নয়। যারা নিয়োগ পেয়েছেন তারা সকলেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জড়িত। তারা না জেনেই আন্দোলন করছেন।


আরো সংবাদ



premium cement