১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় কারখানায় আগুন, পাশের কলোনির ২০ কক্ষ ভস্মীভূত

আশুলিয়ায় কারখানায় আগুন, পাশের কলোনির ২০ কক্ষ ভস্মীভূত - ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। তাতে পুড়ে গেছে পাশের শ্রমিক কলোনির অন্তত ২০টি কক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার নবীটেক্সটাইল এলাকার আল আমিন ফ্যাক্টরিতে ওই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তিন ঘণ্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানায়, সকালে স্থানীয় আল আমিন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা।

গত কয়েকদিন থেকেই পাশের বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে।

স্থানীয় ডরিন নামে আরো একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে বেক্সিমকো কারখানার কয়েক শ’ শ্রমিক আল আমিন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ করে রাখতে বলে। ওই সময় কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকো কারখানার এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেয় এবং কয়েকজনকে মারধর করে। ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আল আমিন কারখানা ভাংচুর চালিয়ে আগুন দিয়ে চলে যায়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, নবীটেক্সটাইল এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আমরা দু’টি ফায়ার ইউনিট নিয়ে অনেক আগেই রওনা হলেও পথে আন্দোলনরত শ্রমিকরা বাধা দিয়েছে। যে কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

এদিকে, দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে।


আরো সংবাদ



premium cement