১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহাখালীতে শিক্ষার্থীদের ছোড়া ইটে আহত শিশুসহ কয়েকজন

শিক্ষার্থীদের ছোড়া ইটে আহত শিশুসহ কয়েকজন - ছবি - ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী রেল ক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় দু’টি আন্তঃনগর ট্রেনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সোমবার বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে রেল ক্রসিং এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।

সড়ক অবরোধের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে রেল ক্রসিং অবরোধ করায় ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দু’টি আন্তঃনগর ট্রেনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে খবর পাওয়া গেছে।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তারা ঢাকার দিকে আসা ট্রেনগুলোকে টঙ্গী ও বিমানবন্দর স্টেশনে যাত্রী নামাতে বলেছে। কোনো ট্রেন কমলাপুরে আসতে দিচ্ছে না। আবার কমলাপুর থেকে সব ট্রেন ছেড়ে যাওয়াও বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা পৌনে ১১টার দিকে তারা মিছিল বের করেন।

মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

পরে দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস শিক্ষার্থীদের অবরোধ উপেক্ষা করে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ছুটে গেলে শিক্ষার্থীরা ঢিল ছুড়তে শুরু করেন।

অবরোধের বিষয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্ত সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আন্দোলন চলছে, সেটির সাথে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা নেই। বরং তিতুমীর কলেজকেই শুধু আলাদাভাবে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তারা আন্দোলন করছেন।

২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি হচ্ছে সরকারি তিতুমীর কলেজ, যা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে টেঁটা সংঘর্ষ, আহত অন্তত ১২ মুজিবের ছবি সম্বলিত ডাকটিকিট বিক্রিতে ক্রেতাদের ক্ষোভ চলতি বছর ১০০০ জনকে ওমরা করাবেন সৌদি বাদশা ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মালিক গ্রেফতার ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ প্রধান উপদেষ্টার সাথে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ ‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’ ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু দ্বীন বিজয়ী করতে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : সেলিম উদ্দিন সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সকল