১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ - ছবি - ইন্টারনেট

বকেয়া বেতন পরিশোধের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা।

সোমবার সকাল ৮টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে ফিডার রোড দিয়ে চলাচল করছেন।

তবে উত্তেজিত শ্রমিকরা গাড়ি পিকআপ দেখা মাত্রই ইট পাটকেল ছুড়ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বকেয়া বেতন পরিশোধ না করায় গত বৃহস্পতিবার থেকেই শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও সকাল থেকে আবার সড়ক অবরোধ করেন।

সেনা বাহিনী ও শিল্প পুলিশ সমন্বয়ের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত সড়কে অবস্থানের কথা জানান।

গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেছেন, সরকার পরিবর্তনের পর শ্রমিকরা আগস্টের বেতন দেরী করে পেলেও এখন পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পায়নি। আমরা কিছুতেই তাদের বোঝাতে পারছি না।

মূলত, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের মালিক সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর থেকে প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছেন। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করায় তারা তাদের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক, সিরামিক, কম্পোসিট কারখানা মিলিয়ে কমপক্ষে ৪০ হাজার কর্মী রয়েছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ঢাবিতে আয়কর রিটার্ন দাখিলের বুথ স্থাপন বান্দরবানে পর্যটকদের ভ্রমণ সুবিধায় ছাদখোলা বাস চালু নাটোরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দুই সংসদ সদস্য ও এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ আশুলিয়ায় কারখানায় আগুন, পাশের কলোনির ২০ কক্ষ ভস্মীভূত চীনে পানওয়াং উৎসব অনুষ্ঠিত মণিপুরে বিজেপির পর এবার কংগ্রেসের দফতরেও অগ্নিসংযোগ, বিক্ষোভ থামাতে পুলিশের গুলি সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ আড়াইহাজারে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সকল