১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস - ছবি - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ ঘণ্টা পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, আজ সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার মিলে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আরো একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর সোয়া ৫টার দিকে লাগা আগুন সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে।


আরো সংবাদ



premium cement