১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

‘গাজীর মতো সাংবাদিক নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে’

রুহুল আমিন গাজীর স্মরণসভায় বক্তারা - ছবি : নয়া দিগন্ত

গাজীর মতো সাংবাদিক নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, ‘সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ১৭ মাস জেলে ছিলেন। জেলে থেকে তিনি চিকিৎসা চেয়েছেন বার বার। পরীক্ষা করার জন্য আবেদন করেন কিন্তু তারা তা করতে দেয়নি। তারা উপরের নির্দেশ আছে বলে চিকিৎসা নিতে দেয়নি। পরে তার ক্যান্সার হয়। কিন্তু তিনি আমাদেরকে বুঝতেও দেননি।’

তিনি বলেন, ‘ রুহুল আমিন গাজী ৫ আগস্ট বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে পর্যন্ত গিয়েছিলেন। নেতৃত্বের দিক থেকে তিনি ছিলেন সবার আগে।’

রোবাবর (১৭ নভেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব যৌথ উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য দেন বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, দফতর সম্পাদক আবু বকর, সদস্য আবু হানিফ, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিএফইউজের কাউন্সিলর জামাল উদ্দিন বারী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন প্রমুখ।

ওবায়দুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার এখনো বন্ধ করে দেয়া মিডিয়াগুলো খুলে দেয়নি। অনেক সাংবাদিকদের আয়-রোজগারের সর্ম্পক। অনেক সাংবাদিক আছে তারা অভিজ্ঞ হয়েও চাকরি পায়নি।’

ওবায়দুল রহমান বলেন, ‘অনেক জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। চাকরি করছে। এরা কিভাবে বিভিন্ন মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের কাছে অবাক লাগে। আমরা আপনাদেরকে সময় বেধে দিতে চাই না। তবে এটুকু বলতে চাই, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দিন। আমাদের বন্ধ থাকা মিডিয়াগুলো উদ্ধার করার জন্য যা যা করণীয় তা করব।’

তিনি বলেন, ‘এরশাদও বন্দুক নিয়ে গদি রক্ষার চেষ্টা করেছিল। টিকতে পারেনি। তেমনি ফ্যাসিস্ট সরকারও টিকতে পারেনি। রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা তখন সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এজন্যই ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল সাংবাদিকদের ওপর।’

শামীম ওসমান খেলা হবে বলতেন মন্তব্য করে তিনি বলেন, ‘সেই শামীম ওসমানকে এই প্রেসক্লাব পাত্তা দেয়নি। সন্ত্রাসী যেই হোক, প্রেসক্লাবে হামলা হলে তাদের ছাড় দেয়া হবে না। মামলা দিয়ে আপনারা টিকতে পারবেন না। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমরা ছাড় দেব না। আমরা আবারো রাজপথে নামবো।’

বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার রুহুল আমিন গাজীকে ১৭ মাস কারারুদ্ধ রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গাজী ভাই আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। মানুষ ও মানবতার কল্যাণে তার চিন্তা ও কর্ম স্মরণীয় হয়ে থাকবে।’


আরো সংবাদ



premium cement