ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- ভৈরব সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ২২:১৮
কিশোরগঞ্জের ভৈরবে জসীম উদ্দিন নামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে হারুন-উর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সম্ভুপুর রেল ক্রসিং-সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
হারুন-উর রশিদ উপজেলার সম্ভুপুর গ্রামের মরহুম গিয়াস উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন-উর রশিদ সম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছে চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে তর্কাতর্কি করার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, ‘নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: শাহিন মিয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে। পরিবার অভিযোগ করলে ঘটনা তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা