ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৩২
ঢাকার ধামরাইয়ে গত রাতে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ দুঘটনা ঘটে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করেছে।
মৃতরা হলেন পিকআপচালক কাঞ্চন (৪৫) এবং সহকারী আশরাফুল (২৮)।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ২টায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা ইটভর্তি ট্রাকটিকে পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে থাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক কাঞ্চন ও সহকারী আশরাফুল নিহত হয়।
নিহত দু’জনের মধ্যে কাঞ্চনের বাড়ি জামালপুর ও সহকারী আশরাফুলের বাড়ি নেত্রকোনা জেলায়। এ সময় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা