১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় - ছবি - নয়া দিগন্ত

গাজীপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন মো: তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

শনিবার দিবাগত রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকার হাসপাতালে পাঠানো হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধ হওয়া ওই চারজনকে গুরুতর অবস্থায় শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল পাঁচ শতাংশ ও রোজিনা তিন শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরো জানান, দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement